বাস্তব জীবনের এক নায়কের অনন্য গল্প, মানুষের পাশে থাকার গল্প - “বাইক অ্যাম্বুলেন্স দাদা”.

পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হকের অসাধারণ জীবনকথা থেকে অনুপ্রাণিত হয়ে দর্শকদের উদ্দেশ্যে দেবের জন্মদিনের রিটার্ন গিফট “বাইক অ্যাম্বুলেন্স দাদা”.

সাধারণের মাঝে থেকেও এক অসাধারণ মানুষের গল্প উঠে আসবে এই সিনেমাতে। এক অন্যরকম গল্পে এবার দেব কে দেখা যাবে বড় পর্দায়। দেব বারংবার বিভিন্নভাবে নিজেকে প্রমাণ করেছেন বিভিন্ন চরিত্রে। এবার 2026 সালে “বাইক অ্যাম্বুলেন্স দাদা” হয়ে কতটা দর্শকের মন জয় করতে পারে সেটাই দেখার। যদিও বা দেবের অনুরাগীরা সর্বদাই যেকোনোভাবে যেকোনো রূপেই দেব কে ভালোবেসে থাকেন।

Post a Comment

Previous Post Next Post