মঞ্চে গান করতে গিয়ে স্নিগ্ধজিৎ এর উপর ধেয়ে আসলো গালিগালাজ !

হলদিয়ায় একটি গানের অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন স্নিগ্ধজিৎ ভৌমিক। আর সেখানে, মঞ্চে উঠে গান করতেই ধেয়ে আসে গালিগালাজ। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এখন ভাইরাল। 

যেখানে দেখা যাচ্ছে স্টেজ থেকে নেমে এসেছে স্নিগ্ধজিৎ। হাতে মাইক নিয়ে তাঁকে বলতে শোনা যায়, "যদি সাহস থাকে একবার সামনে এসে গালি দে না ভাই। এত বড় সাহস, সামনেই গালি দেনা, একটু দেখি। 

আমার ওইখানে লাইটটাতে অডিয়েন্সকে দেখতে অসুবিধা হচ্ছে, সেটা কি বলা ভুল? আর এই কথাটা আমি লাইভেই বলছি, পরে ভাইরাল হলেও আমার কোনো যায় আসে না। কিন্তু আমাদের টিমের লাইট ইঞ্জিনিয়ারকে যে গালি দিয়ে গেলি, এইটার খেসারত কে দেবে?" তারপর দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমি একটু অন্ধকারের দিকে নিয়ে যাই তাই না। আমি এইটাই, অন্ধকারে নিয়ে যাওয়া পাবলিকই আমি। একটা হুম্বল অনুরোধ আমরা স্টেজে পারফর্ম করি তো, তাই আমাদের ভুল-ত্রুটিটাই সবার চোখে পড়ে। পিঠ-পিছে অনেক জিনিস হয় কিন্তু সেটা কারোর চোখে পড়ে না।" 

Post a Comment

Previous Post Next Post