টেলি দুর্গার "মহিষাসুরমর্দিনী"র টিজারে দুর্গা রূপে ধরা দিলেন শ্বেতা ।

টেলি দুর্গার এই বছরের বিশেষ নিবেদন "মহিষাসুরমর্দিনী"। গত কয়েক বছর ধরে টেলি দুর্গা নানা আঙ্গিকে মহালয়ার বিশেষ অনুষ্ঠান পরিবেশন করছেন । "আগমনী আড্ডা" দিয়ে তাদের যাত্রা শুরু এবং একের পর এক বিভিন্ন মহালয়ার অনুষ্ঠান তারা দর্শকদের উপহার দিয়েছেন। এই  বছর মহালয়া উপলক্ষে তাদের বিশেষ নিবেদন "মহিষাসুরমর্দিনী" । সেখানে প্রধান ভূমিকায় রয়েছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। টেলি দুর্গাতে তাকে এবছর দেখা যাবে মহিষাসুরমর্দিনী রূপে। 

অবশেষে মুক্তি পেল সেই অনুষ্ঠানের টিজার । অনুষ্ঠানটির নাম "মহিষাসুরমর্দিনী" । যেখানে এক ঝলকে মহিষাসুরমর্দিনীর সেই তেজ লক্ষ্য করা গিয়েছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের মধ্যে। অসাধারণ শৈল্পশৈল্পিকতার আঙ্গিকে পরিবেশন করা হয়েছে এই টিজারটি। সেখানে লাল শাড়ি ও গহনায় সুসজ্জিতা অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য । তিনি যেন সেখানে স্বয়ং দেবী দুর্গা। অনুষ্ঠানে এই লুকটি ছাড়াও আরো বেশ কয়েকটি লুকে ধরা দেবেন শ্বেতা । দর্শক তাকে ২০২০ এর পর আবার মহিষাসুরমর্দিনী রূপে দেখবার জন্য যথেষ্ট উৎসাহিত । এর আগেও বহুবার দেবীর নানা রূপে প্রশংসা কুড়িয়েছেন শ্বেতা।এবার দেখার পালা এই অনুষ্ঠানে নিজেকে ঠিক কতটা মেলে ধরতে পারেন।




Post a Comment

Previous Post Next Post