পুজোর নতুন গানে টলি প্রিন্সেস কৌশানি !!

 

পুজো মানেই নাচ গান । সেই কারণেই প্রতি পূজোতেই আসে নতুন কিছু গানের ডালি ।প্রতিবছর পূজোতেই নানা অভিনেতা অভিনেত্রীরা ধরা দেন  বিভিন্ন গানে, নাচের ছন্দে। এই বছরে সানভেঞ্চারস প্রোডাকশন হাউসের তরফ থেকে সারেগামাপার বিখ্যাত গায়িকা অঙ্কিতার গাওয়া পুজোর গান আসতে চলেছে দর্শকদের জন্য। সেখানেই নাচের ছন্দে দেখা যাবে অভিনেত্রী কৌশানি মুখার্জিকে।

এই গানের রেকর্ডিং শেষ হয়েছিল জুলাই মাসেই। ইতিমধ্যে সেই  নাচের শুটিংও শেষ হয়ে গিয়েছে। পুজোর একটি জমজমাটি গানে নৃত্য পরিবেশন করবেন কৌশানী মুখার্জী। আগের বছর এই প্রোডাকশন হাউজের তরফ থেকেই দেখা গিয়েছিল অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে। এই বছর দেখা যাবে টলি প্রিন্সেস কৌশানী মুখার্জীকে। প্রতি বছর পূজোতেই সানভেঞ্চারস দর্শকদের জন্য এই ভাবেই উপস্থাপন করা করে পূজোর উপহার ।

Post a Comment

Previous Post Next Post