ইন্ডাস্ট্রিতে কুড়ি বছরের পথ চলার উদযাপনে জিতকে আমন্ত্রণ না জানানোয় ক্ষমা চাইলেন দেব!

ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ২০ বছরের পথচলার উদযাপন করেছিলেন দেব। প্রায় সবাইকে দেখা গেলেও, দেখা যায়নি অভিনেতা জিৎ-কে। সেই বিষয়ে এক সাক্ষাৎকারে অভিনেতা জিৎ হাসি মুখেই জানিয়েছিলেন, "আমার বলতে খারাপ লাগছে, আমাকে নিমন্ত্রণ করা হয়নি তাই যাইনি।" কিন্তু কেন করা হয়নি? সেই বিষয়ে এবার মুখ খুললেন স্বয়ং দেব। 

সাম্প্রতিককালে সাক্ষাৎকারে দেব জানান, "জিৎদার নম্বর আমার কাছে আছে। আমার যদি মনে হয় জিৎদাকে প্রশ্ন করতাম, জিৎদাই বলে দিত। জিৎদার ভুল তো ছিল না। কারণ আমিই আশা করিনি জিৎদাকে, যে জিৎদাও আশা করেছিল আমিও তাঁকে বলব বলে। আমার ভুল তাহলে। একটা মানুষ যে সত্যি আশা করেছিল আমি তাঁকে বলব, সেটা আমার ভুল। উনি এত বড় একজন তারকা। উনি আমার আইডল। একসময় আমার আগে, আমি জিৎ হতে চেয়েছিলাম তখন। আমি হলে জিৎদার ছবি 'বন্ধন' দেখতে গিয়েছিলাম। তখন মনে হয়েছিল ফর্সা, লম্বা, চওড়া দারুন হিরো। আর এই যদি হিরো হয়, আমরা তো জায়গাই পাব না। তো এত বড় একজন স্টার,তো সেই জায়গা থেকে একজন মানুষ ইনভিটেশন পায়নি, এটা আমার গর্বের ব্যাপার আবার দুঃখে/ষর ব্যাপার। 

গর্ব এই কারণে যে একটা লোক ভেবেছিল আমি ইনভাইট পাব। জিৎদা আমার কাছে থেকে এতটা আশা করেছিল। আর একটা লোককে ইনভাইট করিনি সত্যি দুঃখের ব্যাপার। আমি সত্যি হয়ত ইনভাইট করতে পারতাম। এবার যে 'সরিটা বলার আছে বা অনেক কিছু বলার আছে সেটা আমি জিৎদাকে বলে দেব। এবং এটাও সত্যি জিৎদা ভুল নয়। তাঁর মনের মধ্যে আবেগ থাকতেই পারে। আর এটা পুরোপুরি ভালোবাসা। যেখানে ভালোবাসা সেখানেই আবেগ। এটা আমার মনে হয় জিৎদা ভালোবাসে বলে বলেছে। নাহলে তো 'শত্রুর ইনভিটেশন আমরা আশা করিনা।"

Post a Comment

Previous Post Next Post