"বেশ করেছি প্রেম করেছি" সিরিয়ালের নায়িকা কৌশিকীর ব্যক্তিগত জীবন নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া.

 সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে কিছু ছবি, যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রী কৌশিকী পাল গলায় মালা পরে বসে আছেন। সিঁথি ভর্তি সিঁদুর। সেই ছবি ছড়িয়ে পড়তেই নানা মহল থেকে উঠে আসছে নানা মন্তব্য। 

সমাজমাধ্যমে এক ব্যক্তির দাবি, কৌশিকী বিবাহিত। কিন্তু সেই তথ্য নায়িকা নাকি লুকোচ্ছেন। স্নেহা চক্রবর্তী বলে এক মহিলা নিজেকে কৌশিকীর ননদ বলেও দাবি করেছেন। স্নেহা বলেন, 'সফল সবাই হতে চায়। কিন্তু সেটা মিথ্যে কথা বলে নয়। আমরা একটা সত্যি বিচার চাই। ও অনেক বড় অন্যায় করেছে। আপাতত আমি আর কিছু বলতে চাই না।'

এপ্রসঙ্গে কৌশিকীর সঙ্গে যোগাযোগ করে হলে তিনি বলেন, "আমি শুটিংয়ে খুব ব্যস্ত। নতুন শুরু হয়েছে। তাই খুবই চাপ যাচ্ছে। ফেসবুকে কী হয়েছে, কী ছড়াচ্ছে আমি দেখিনি। আমায় দু'এক জন জানিয়েছেন এসে। আমি বিস্তারিত কিছু জানি না।" অভিনেত্রী এই বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি।

Post a Comment

Previous Post Next Post