এবার ঋজুর পাশে দাঁড়ালেন শ্রাবন্তী পুত্র অভিমুন্য.

সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনেতা ঋজু বিশ্বাসকে নিয়ে তোলপাড় কাণ্ড। তাঁকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী চ্যাটার্জীর ছেলে অভিমন্যু চ্যাটার্জী। সমাজমাধ্যম জুড়ে যা চলছে, তার তীব্র প্রতিবাদ  জানিয়েছেন শ্রাবন্তী-পুত্র। 

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই প্রসঙ্গে একটি লেখা লিখেছেন তিনি। অভিমন্যু লেখেন, "যে সব মহিলা ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট ভাগ করে নিচ্ছেন তাঁরা নিতান্তই বোকা। নজরে আসার জন্য কতটা নীচে নামতে পারেন তাঁরা, তা বেশ বোঝা যাচ্ছে।" তাহলে কি পরোক্ষ ভাবে ঋজুর পাশে দাঁড়ালেন অভিমন্যু? অনেকেই তুলছে এই প্রশ্ন।

Post a Comment

Previous Post Next Post