কলকাতা শহরে হলুদ ট্যাক্সিতে আরো এক ডেডবডি।

কলকাতা শহরে হলুদ ট্যাক্সিতে আরো এক ডেডবডি। ভর সন্ধ্যাবেলা শহরের বুকে মার্ডার আর সেই ডেডবডি হলুদ ট্যাক্সির ডিগিতে ঢুকিয়ে দিয়ে চম্পট মারে খুনী৷ কয়েক হাজার মানুষের ভীর, সবার সামনে ডেডবডি লুকিয়ে রেখেছেন। কে খুন করলো! কা কে খুন করলো! আর সেই ট্যাক্সির সামনে এসে দাড়ালো অভিনেতা সৌরভ দাস। 

হ্যাঁ ঠিক শুনেছেন, এই খুনের নাকি রহস্যে জানিয়েছেন অভিনেতা সৌরভ দাস। এটা তাদের আগামী ছবি "The Academy Of Fine Arts" এর একটা সূত্র। অভিনেতা সৌরভ দাস জানান "শহরের বুকে হলুদ ট্যাক্সিতে লুকিয়ে রাখা হয়েছে ডেডবডি। আর এই সমস্ত কিছুর সমাধান খুজে পাবে আগামী ১৪ই নভেম্বর বড়োপর্দায়"।

Post a Comment

Previous Post Next Post