এবার ঋজুর পাশে সায়ন্ত !!!!!

 

Riju-Sayanta:’BTW you look good in saree’ অর্থাৎ তোমাকে শাড়িতে দেখতে দারুন লাগে, কথাটি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এই মেসেজটাই নাকি সব মেয়েকে পাঠাতেন অভিনেতা ঋজু বিশ্বাস। এছাড়াও বিভিন্ন মেয়েকে ফোন করতে বলা, ফোন না করলে তাদের সাথে অশালীন ব্যবহার করা এমনই কিছু কথা বারবার উঠে আসছে তাঁর বিরুদ্ধে। একের পর এক মহিলা সোশ্যাল মিডিয়া শেয়ার করতে থাকেন অভিনেতার সাথে কথোপকথনের নানা স্ক্রিনশট। অপরিচিত থেকে ইন্ডাস্ট্রির অভিনেত্রীরা, সকলের শেয়ার করা ছবিতেই দেখা যায় অভিনেতার তরফ থেকে পাঠানো হয় ওই একই মেসেজ। অভিনেতা হয়ত দুঃস্বপ্নেও ভাবেননি তাঁর সাথে এমন হবে।

যদিও ইতিমধ্যেই লাইভে এসে নিজের হয়ে সাফাই দিয়েছেন ঋজু। তিনি বলেছেন, “খুব সামান্যই কথা বলেছিলাম। শাড়িতে ভালো লাগে এই কথাটা কোনও অশ্লীল কথা নয়। খুব স্বাভাবিক ভাবেই বলেছিলাম, কিন্তু এই বিষয়টি নিয়ে এত জলঘোলা হবে ভাবতে পারিনি। আমার ব্যবহারে যদি কেউ খারাপ মনে করে থাকেন তাহলে আমি ক্ষমাপ্রার্থী। দয়া করে আমার মাকে নিয়ে কুমন্তব্য করবেন না। উনি ভীষণ অসুস্থ। মায়ের আদেশ মেনেই আজ সবার থেকে ক্ষমা চেয়ে নিলাম আমি।”

ঋজুর সাথে হওয়া এই ঘটনা আবারও কি মনে করিয়ে দিল পুরানো কথা? কারণ সাত মাস আগে ঠিক এমনই কিছু ঘটেছিল অভিনেতা সায়ন্ত মোদকের সঙ্গে। সায়ন্তের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন তাঁর তিন প্রাক্তন প্রেমিকা। সেই সময় সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনেতাকে নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। একপ্রকার চর্চার শিরোনামে ছিলেন তিনি। যা তাঁকে মানসিক দিক থেকে দুর্বল করে দিয়েছিল। তবে এই ঘটনার পর থেকে একসময় নিজেকে সবদিক থেকে সরিয়ে নিয়েছিলেন অভিনেতা।

হঠাৎ পোস্ট করে সায়ন্ত। বর্তমানে  অভিনেতা ঋজুর সাথে হওয়া এই ঘটনা কতটা প্রভাব ফেলবে তাঁর মনে? সহ-অভিনেতার মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত তিনি। তবে কী তিনি ঋজুর পাশে দাঁড়ালেন? সায়ন্ত জানান, “কিছু মাস আগে সমাজ মাধ্যমে আমাকে নিয়ে বহু লেখালেখি হয়েছিল। ঠিক এমনি একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল আমাকেই। যদিও ঋজু যা করেছে সেটা যে ঠিক সেটা কিন্তু বলছি না। কিন্তু এই ইন্ডাস্ট্রির সকলে যেভাবে ওকে আক্রমণ করছে বা রসিকতা করছে তার একেবারেই ঠিক নয়। একটা বিষয় যখন সামনে এসেছে সেটা নিয়ে এত মিমের ছড়াছড়ি যা দেখে খারাপ লাগে। কিছু ভিউ এবং জনপ্রিয়তা পাওয়ার জন্য সকলেই এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছেন। যদিও ও কেন এরকমের মেসেজ পাঠিয়েছিল সকলকে তা নিয়ে সত্যি কোনও ধারণা নেই।”

Post a Comment

Previous Post Next Post