এতদিন ধরে ঋজু বিশ্বাসকে নিয়ে নানা সমালোচনার ঝড় উঠছিল টলিপাড়ায়। শুধুমাত্র সাধারণ মেয়েদের নয় । অভিনেত্রীদেরও একই রকমভাবে মেসেজ করতেন অভিনেতা ঋজু বিশ্বাস।
সমাজমাধ্যমে একাধিক নারী একসাথে যখন অভিনেতার বিরুদ্ধে আওয়াজ তোলেন তখন এগিয়ে এসে নিজেদের সাথে হওয়া ঘটনারও প্রমাণ দিলেন তিন অভিনেত্রী, অঙ্কিতা মজুমদার , আয়েশা ভট্টাচার্য ও মানুষই সেনগুপ্ত।
অভিনেত্রী অঙ্কিতা সমাজমাধ্যমে প্রকাশ্যে আনলেন নিজের চ্যাট। যেখানে দেখা গেল ঋজু একইভাবে তাঁকে মেসেজ করেছিলেন অভিনেত্রীদের। এই ঘটনা ঘটবার পরেই তারাও এই সকল চ্যাট তুলে ধরে জনসমক্ষে।
Tags
celebrity news .


