সাধারণ নারী ছাড়াও ঋজুর মন্তব্যের শিকার টলি অভিনেত্রীরা.

 এতদিন ধরে ঋজু বিশ্বাসকে নিয়ে নানা সমালোচনার ঝড় উঠছিল টলিপাড়ায়। শুধুমাত্র সাধারণ মেয়েদের নয় । অভিনেত্রীদেরও একই রকমভাবে মেসেজ করতেন অভিনেতা ঋজু বিশ্বাস।

সমাজমাধ্যমে একাধিক নারী একসাথে যখন অভিনেতার বিরুদ্ধে আওয়াজ তোলেন তখন এগিয়ে এসে নিজেদের সাথে হওয়া ঘটনারও প্রমাণ দিলেন তিন অভিনেত্রী, অঙ্কিতা মজুমদার , আয়েশা ভট্টাচার্য ও মানুষই সেনগুপ্ত। 

অভিনেত্রী অঙ্কিতা সমাজমাধ্যমে প্রকাশ্যে আনলেন নিজের চ্যাট। যেখানে দেখা গেল ঋজু একইভাবে তাঁকে মেসেজ করেছিলেন অভিনেত্রীদের। এই ঘটনা ঘটবার পরেই তারাও এই সকল চ্যাট তুলে ধরে জনসমক্ষে।



Post a Comment

Previous Post Next Post