দিতিপ্রিয়া রায় এবং জীতু কমলের মধ্যে বিতর্কের জেরে বিরক্তি প্রকাশ করেছেন টলিউড ইন্ডাস্ট্রির অনেকেই। শোনা যাচ্ছে, ধারাবাহিক ছেড়েছেন নায়ক। আনুষ্ঠানিকভাবে প্রযোজনা সংস্থা, চ্যানেল কর্তৃপক্ষ এবং অভিনেতাদের তরফে কিছু ঘোষণা করা হয়নি। জীতু কমলের পরিবর্তে আসতে পারেন রণজয় বিষ্ণু। এখন ধারাবাহিকের সেটের পরিবেশ কেমন? এখন তাহলে শুটিং হচ্ছে কীভাবে?
ঘনিষ্ঠ সূত্রের খবর, স্টুডিয়োয় খুবই থমথমে পরিবেশ। কাজের বাইরে যে কেউ কারও সঙ্গে খুব বেশি কথা বলছে তা নয়। প্রত্যেকেই পেশাদার শিল্পী। তাই কেউই নাকি ঘটে যাওয়া বিষয় নিয়ে কথা বলছেন না। সূত্রের খবর, সোমবার স্টু়ডিয়োয় নির্দিষ্ট সময়ে এসেছিলেন দিতিপ্রিয়া। শট দিয়েছেন, চলে গিয়েছেন। ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, রণজয় বিষ্ণুর সঙ্গে যোগাযোগ করা হয়েছে প্রযোজনা সংস্থার তরফে। যদিও চূড়ান্ত এখনও কিছুই হয়নি। অপরদিকে নাকি এনওসি এখনও জমা দেননি জিতু। পরবর্তীতে কি হতে চলেছে তা এখন সময়ের অপেক্ষা।
