কিছু মাস আগে দেখা গিয়েছিল ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ২০ বছরের পথচলার উদযাপন করেছেন দেব। অনুষ্ঠানে দেখা গিয়েছিল, দেব তাঁর এই পথচলায় যত নায়িকাকে পাশে পেয়েছিলেন সকলকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। কোয়েল মল্লিক থেকে নুসরত জাহান, সোহিনী সরকার থেকেই ইধিকা পাল সকলেই উপস্থিত ছিলেন। শুধু তাই নয় হাজির হয়েছিলেন পরিচালকরাও যাঁরা শুরু থেকে নায়কের পাশে ছিলেন।
কিন্তু দেখা যায়নি জিৎকে। দেবের এই কেরিয়ারে জিতের নামও কিছুটা হলেও জুড়ে। তাঁদেরকে একসাথে দেখার জন্য মুখিয়ে থাকেন তাঁদের অনুরাগীরা। তাঁদের দু'জনের একসঙ্গে করা ছবি 'দুই পৃথিবী' আজও দর্শকদের মনে রয়েছে। এখনও অনেকেই এই আশায় থাকেন, কবে দুই অভিনেতাকে আবার একসঙ্গে কোনও ছবিতে দেখা যাবে। তাই দেবের এই ২০ বছরের উদযাপনের মঞ্চে অনেকেই জিৎকে আশা করেছিলেন। কিন্তু তাঁকে দেখা যায় না। কিন্তু কেন দেখা যায়নি অভিনেতাকে? এবার তা নিয়েই মুখ খুললেন জিৎ।
এক সাক্ষাৎকারে নায়ককে এই প্রশ্ন করা হলে তিনি হাসিমুখে জানান, তাঁকে নাকি আমন্ত্রণই জানানো হয়নি। জিতের কথায়, "আমার বলতে খারাপ লাগছে। প্রশ্নটা করলেন বলে বলছি। আমাকে নিমন্ত্রণ করা হয়নি। তাই যাইনি।"
তবে এর পিছনে আসল কারণ কি সেই সম্পর্কে মুখ খোলেননি দেব ও জিত বাংলার দুই সুপারস্টার।
.jpeg)