এই মুহূর্তে স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে অভিনয় করছেন তিয়াশা লেপচা। এই মুহূর্তে ধারাবাহিকে টানটান উত্তেজনার পর্ব চলছে। এবার এই ধারাবাহিকে অভিনয় করতে গিয়েই রক্তা রক্তি কাণ্ড বাঁধিয়ে বসলেন অভিনেত্রী।
একটি দৃশ্যে তিয়াশাকে লোহার বড় ফুলদানি ছুঁড়ে ফেলার কথা বলা ছিল। চিত্রনাট্য অনুযায়ী, সেই দৃশ্যে অভিনয় করতে গিয়েই বড় বিপত্তি ঘটিয়ে বসলেন অভিনেত্রী। যদিও বড়সড় কিছু ঘটেনি, কিন্তু তাও চিকিৎসকের কাছে ছুটতে হয়েছে অভিনেত্রীকে।
অভিনেত্রী জানান, "একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত। লোহার ফুলদানি ছুঁড়তে গিয়ে সেটা আমার হাঁটুতে এসে লাগে। হাঁটু অনেকটা কেটে যায়। অনেকটা রক্ত বের হয়। সঙ্গে সঙ্গে ইনজেকশন নিতে হয় আমাকে। তবে তিনি এখন অনেকটাই সুস্থ আছেন। পায়ের ব্যথা আগের থেকে কম। কাজ করতে খুব একটা অসুবিধা হচ্ছে না। তবে আগের থেকে একটু সাবধানে থাকতে হচ্ছে।"
