বিনোদন জগতের অনেক তারকাই আছেন যাঁরা মাছ-মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন। আমিষ খাওয়া-দাওয়া ছেড়ে নিরামিষ খাবারের দিকে বেশি ঝুঁকছেন। এবার সেই তালিকায় টলিউডের অভিনেত্রী দেবলীনা দত্তও। অনেকদিন আমিষ খাবার খাওয়া ছেড়েছেন তিনি। তিনি নিরামিষ খাবারই খান। সম্প্রতি এক পডকাস্টে এসে অভিনেত্রী জানান কেন তিনি হঠাৎ আমিষ খাওয়া ছাড়লেন?
বরাবরই পশুপ্রেমী দেবলীনা। অবলা প্রাণীদের ওপর যখনই অত্যা’চার হয়েছে তখনই কোনো কিছু না ভেবে প্রতি’বাদে সামিল হয়েছেন অভিনেত্রী। পশুদের প্রতি আলাদা টান ও মমত্ববোধ তাঁর। কখনও দিল্লির পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধেও পথে নামতে দেখা গিয়েছে তো কখনও রাস্তার অবলা প্রাণীদেরও স্নেহের সাথে বুকে জড়িয়ে ধরতে দেখা যায় মাঝেমধ্যেই। আর এই ভালোবাসা থেকেই তিনি আমিষ খাওয়া ছেড়েছেন। সম্প্রতি এক পডকাস্টে এসে দেবলীনা জানিয়েছেন তিনি আমিষ খাবার খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছেন। কিন্তু কেন?
দেবলীনা বলেন, “আমার পশু ব্যাপারটাই খুব ভাল লাগে। ওদের হাতে নিয়ে কাজ করি তো। একদিন আমার যেটা হল আমার না প্রাণীদের সবরকম চোখই একরকম লাগতে শুরু করল। আমার বাচ্চাদের যে তাকানো, ওদের যে চোখ, একটা ছাগলের তাকানো একই রকম তো, একটা মুরগীরও চোখের ভাষা একই রকম। তাদের ওপর কোনো অত্যাচার হলে আমি সেটার প্রতি’বাদ করি, তাহলে আমি কি করে একটা ছাগলকে বা একটা মুরগীকে কেটে নুন-লঙ্কা দিয়ে মাখিয়ে কী করে খাচ্ছি? আমিষ খাওয়া মানে কিন্তু ওই যে টক্সিন, ভয়, আতঙ্ক, কান্না সবটা খাওয়া। অর্থাৎ আমরা যখন মাছ বা মাংস খাই, তখন শুধু খাবারটাই খাই না, তাদের কষ্ট ও কান্নাটাও যেন খেয়ে ফেলি”
অভিনেত্রী এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। তাঁর কথাকে অনেকে ভন্ডামির আখ্যা দিয়েছেন। কারণ কিছুদিন আগেই এক সংবাদমাধ্যমের ডিবেট শোতে এসেছিলেন দেবলীনা। যেখানে এক ব্যক্তি বলেছিলেন, তাঁর গরুর মাংস খেতে খুব ভালো লাগে। তখন দেবলীনা হাসতে হাসতেই বলেন, “দাদা, আমি কিন্তু খুব ভালো বি’ফ (গো-মাংস) রান্না করতে পারি! নবমীর দিন আসবেন, আমি নিজে রান্না করে খাওয়াব।” এখন তাঁর এই মন্তব্য নিয়েই তুমুল বিতর্কের সৃষ্টি করেছে। সমাজমাধ্যমে একদল নেটিজেন তাঁকে সাধুবাদ জানিয়েছেন। আর অপরদিকে একদল নেটিজেন তাঁকে মিথ্যাবাদী বলে দাবি করেছেন।
