এবার একসঙ্গে শ্যামৌপ্তি ও গৌরব !!!!!

 ওটিটি প্লাটফর্ম জি ফাইভে আসছে রহস্যে মোড়া একটি নতুন সিরিজ। যার মুখ্য চরিত্রে অভিনয় করবেন গৌরব রায় চৌধুরী এবং শ্যামৌপ্তি মুদলি।এছাড়াও সিরিজে রয়েছেন বিদিপ্তা চক্রবর্তী, আভেরী সিংহ রায়। অভ্রজিৎ সেন পরিচালিত এই সিরিজটি হতে চলেছে একটি থ্রিলার ঘরানার সিরিজ।

জানা গিয়েছে, দর্শকদের কথায় মাথায় রেখে একেবারে অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে সিরিজের গল্প, যেখানে প্রতিটি পরতে পরতে থাকবে রহস্য। খুব শীঘ্রই জানানো হবে এই সিরিজের মুক্তির তারিখ।

Post a Comment

Previous Post Next Post