স্টার জলসার মহালয়াতে কোন নায়িকা কোন রূপে??

বিগত কয়েক বছর ধরে স্টার জলসার মহালয়াতে দেবী বিভিন্নরূপে দেখা যাচ্ছে সিরিয়ালের বিভিন্ন নায়িকাদের । প্রতিবছরের মতো এই বছরেও স্টার জলসা মহালায়াতে থাকছে বিভিন্ন চমক । মহিষাসুরমর্দিনী ও পার্বতী রূপে কোয়েল মল্লিক ছাড়াও স্টার জলসা বিভিন্ন নায়িকারাও থাকছেন মা দুর্গার বিভিন্ন রূপে । তাহলে কোন কোন নায়িকা থাকছেন দেবীর বিভিন্ন রূপে?

মহালয়ার ভোরে যে সকল অভিনেত্রীদের দেখা যাবে দেবীর বিভিন্ন রূপে তারা হলেন - সোনামণি (সুধা) থাকছেন বগলামুখী রূপে , হিয়া (গীতা) সরস্বতী রূপে , স্বস্তিকা (দীপা) মহাকালী রূপে , তৃণা (তটিনী) অন্নপূর্ণা রূপে ও মনীষা (রাঙ্গামতি) উগ্রতারা  রূপে । এছাড়াও ঘরের লক্ষী মেয়ে দেবচন্দ্রিমা লক্ষ্মী রূপেই থাকছেন মহালয়ার অনুষ্ঠানে। সঙ্গে উপরি পাওনা টলি প্রিন্সেস কৌশানি মুখার্জি। তিনি থাকতেন মহালয়ার অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ কাহিনীতে দেবী ভদ্রকালী রূপে।


Post a Comment

Previous Post Next Post