ঢাকে কাঠি পড়ে গিয়েছে। উমা আসছে বাপের বাড়ি। পুজোয় নাচে গানে মেতে উঠবে বাঙালি । পুজো এবং পুজোর নতুন গান একে অপরের সাথে সম্পর্কযুক্ত। পুজোর জন্য প্রতিবছরই আসে নতুন গান ও দেখা যায় বিভিন্ন তারকাদের। এই বছরে এমনই একটি পুজোর গানে দুটি বাধতে হয়ে চলেছে দর্শনা ও রাহুল।
যীশু সেনগুপ্তর হাউসের তরফ থেকে এই বছরের পুজোয় আসতে চলেছে নতুন একটি উপহার। পুজোর গানে এই বছর জুটি বাঁধছেন রাহুল ও দর্শনা। থাকছে একটি জবে আবার সেই পুজোর গান। ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গিয়েছে শুটিং। খুব শীঘ্রই দর্শকদের জন্য আসতে চলেছে পুজোর এই গানটি।