পুজো আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন । পাড়া থেকে বনেদি বাড়ি সকলেরই পুজোর প্রস্তুতি তুঙ্গে। একই রকম ভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলা বিভিন্ন বেসরকারি চ্যানেলগুলি। প্রতিটা চ্যানেলের মহালয়ার অনুষ্ঠানের শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । এই বছরে মহিষাসুরমর্দিনী রূপে বিভিন্ন চ্যানেলে ধরা দেবেন আপনাদের সকলের প্রিয় কিশোরী অর্থাৎ ইধিকা পাল, টলি কুইন কোয়েল মল্লিক ও সকলের প্রিয় দুর্গা পায়েল দে । বিভিন্ন জনপ্রিয় অভিনেত্রীরা দুর্গা হচ্ছেন বিভিন্ন চ্যানেলে । একই রকম ভাবে নাম উঠে আসছে কৌশানী মুখার্জিরও। তবে কোথায় দেখা যাবে তাকে?
কৌশানি মুখার্জিকে দেখা যাবে এই বছর স্টার জলসার মহালয়ার অনুষ্ঠানে। তাকে দেখা যাবে টেলিভিশনের পর্দায় এক অন্য রূপে। যেই রূপে দর্শক তাকে পূর্বে দেখেনি। অভিনয় জীবনে এই প্রথম দেবী ভদ্রকালী রূপে টেলিভিশনের পর্দায় অবতীর্ণ হতে চলেছেন আপনাদের সকলের প্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জী। মহালয়ার ভোরে ভদ্রকালী রূপে তিনি করবেন অসুর নিধন। সিনেমার পর্দায় ইতিমধ্যেই কৌশানী নিজের অভিনয় শক্তির দ্বারা নিজেকে প্রমাণ করেছেন। এবার দেখার পালা ছোট পর্দায় দেবী রূপে সে নিজেকে কতখানি প্রমাণ করতে পারেন।