নতুন ছবিতে একসঙ্গে অভিনেত্রী এঞ্জেলা গোস্বামী, অভিনেতা রজতাভ দত্ত ও দেবাশীষ সেন শর্মা। মুক্তি পেয়েছে সম্প্রতি নতুন বাংলা ছবি "সেলাই"। আর সেই ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী এঞ্জেলা গোস্বামী, অভিনেতা রজতাভ দত্ত ও দেবাশীষ সেন শর্মা। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন স্বরুপ পাল। পুরোপুরি মিউজিকাল এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী এঞ্জেলা গোস্বামী কে। অন্যদিকে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা দেবাশীষ সেন শর্মা। সম্পর্কের এই গল্পে নতুন ধারার গল্প বলেছে এই ছবি "সেলাই"। প্রথম ছবিতে দর্শকদের মন কেড়েছে অভিনেত্রী এঞ্জেলা গোস্বামী।
ছবিতে রয়েছে আরো অনেক নতুন অভিনেতা অভিনেত্রী। কিন্তু রাজশ্রী চরিত্রে অভিনেত্রী এঞ্জেলা গোস্বামী অনবদ্য অভিনয় উপহার দিয়েছেন দর্শকদের। ছবিতে গান গেয়েছেন তিমির বিশ্বাস। সম্প্রতি হয়ে গিয়েছে কলকাতা শহরে ছবির প্রিমিয়ার। উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকূশলীরা। "সেলাই" এর পরে আরো কয়েকটি প্রজেক্টে কাজ করছেন অভিনেত্রী এঞ্জেলা গোস্বামী। খুব তাড়াতাড়ি ঘোষনা হবে সেই সব প্রজেক্টের নাম৷ বলাইবাহুল্য অভিনেত্রী এঞ্জেলা গোস্বামীর থেকে আগামীতে আরো ভালো অভিনয় উপহার পাবে সিনেমাপ্রেমীরা।
নতুন ছবি "সেলাই" এ তারকা চমক। একসাথে এঞ্জেলা গোস্বামী, রজতাভ দত্ত ও দেবাশীষ সেন শর্মা।
Tags
Bengali Movie News