জি বাংলার 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে জুটি হিসেবে দর্শক দেখছেন জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়কে। পর্দায় তাঁরা 'আর্য' ও 'অপু'র চরিত্রে দর্শকের মন জয় করেছেন। অল্প দিনের মধ্যেই সিরিয়ালপ্রেমীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। পর্দায় 'আর্য-অপর্ণা'র কেমিস্ট্রি দেখলে চোখ ফেরানো যায় না। কিন্তু পর্দার রসায়ন গাঢ় হলেও তাল কেটেছে বাস্তবে। জীতু কমলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন দিতিপ্রিয়া রায়। সোমবার রাতে একটি পোস্ট করে অভিনেত্রী জানান, তাঁকে নানা সময় নানা
আপত্তিজনক মেসেজ পাঠিয়েছেন নায়ক। তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রকাশ্যেই।প্রসঙ্গত, জীতু যে তাঁর এবং দিতিপ্রিয়ার কথোপকথনের স্ক্রিনশটগুলি দিয়েছেন, সেগুলিতে দেখা গিয়েছে, দিতিপ্রিয়ার সঙ্গে নানা বিষয়ে তাঁর আলোচনার হয়েছে। নায়িকা অভিযোগ করেছিলেন, তাঁর চিকিৎসকের কাছে যাওয়ার কথা শুনে জীতু জানতে চেয়েছিলেন তিনি প্রেগন্যান্ট কি না। নায়কের পোস্ট করা স্ক্রিনশটে দেখা যায়, দিতিপ্রিয়া সেই প্রশ্নের উত্তরও দেন। জানিয়েছিলেন,মায়ের দাঁতেক ইমপ্ল্যানটেশের জন্যই চিকিৎসকের কাছে যাওয়া।জীতুর বিশ্বাস, নিজের বুদ্ধিতে নয়, বরং কারও প্ররোচনাতেই তাঁর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনেছেন দিতিপ্রিয়া। তিনি লেখেন, 'সর্বশেষে বলি,"ভিকটিম কার্ড" খেলাটা আমাদের সমাজে প্রথম নয়।
অনেক উদাহরণ আছে কিন্তু এই মেয়েটির কোন দোষ নেই, এই মেয়েটি নিরপরাধ।এই মেয়েটিকে পেছন থেকে প্রবঞ্চনা দেওয়া হচ্ছে। যারা দিচ্ছে তারা কিন্তু এই মেয়েটির বিপদের সময় পাশে দাঁড়াবে না।প্লিজ মেয়েটিকে মেয়েটির পথে থাকতে দিন। কাজ করতে দিন।মেয়েটি ভাল।শিক্ষিত মেয়ে।' পুরো পোস্ট জুড়ে সহ-অভিনেত্রীর নাম যদিও একটি বারও উল্লেখ করেননি তিনি। বরং 'বাচ্চা মেয়ে' বলেই তাঁকে সম্বোধন করেছেন বারবার। দিতিপ্রিয়ার অভিযোগের উত্তর আদৌ জীতু দেবেন কি না, তা নিয়ে সন্দিহান ছিলেন অভিনেতার অনুরাগীরা। আপাতত জীতুর প্রতি আস্থা রাখছেন তাঁর অনুরাগী। অন্যদিকে, সব ভুলে সব কিছু ভুলে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের এই জুটির একসঙ্গে কাজ চলবে ফের স্বাভাবিক ছন্দে? এখন সেটাই দেখার।