সম্প্রতি অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়ের প্রেম নিয়ে নতুন শোরগোল টলিপাড়ায়। স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে ঋতাভরী চক্রবর্তী—পরিচালকের সঙ্গে নানা নায়িকার সম্পর্ক নিয়ে গুঞ্জন বহু পুরনো। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং চলাকালীন পুরীতে একসঙ্গে সময় কাটিয়েছেন তাঁরা। তার ই একটা ছবি ভাইরাল হয়।
হঠাৎ করে ‘ডিয়ার মা’ ছবির প্রিমিয়ারে হাত ধরে তাঁদের প্রবেশ আরও জল্পনা উসকে দেয়। গোটা অনুষ্ঠানে সৃজিত যেন এক মুহূর্তের জন্যও সুস্মিতার পাশ ছাড়েননি।গুঞ্জন মতে প্রাক্তন প্রেমিকা' হিসাবে জয় আহসানের সঙ্গেও সুস্মিতাকে সঙ্গে নিয়েই ছবি তোলেন সৃজিত।
তাঁরা কি সত্যিই প্রেম করছেন? প্রশ্ন শুনে হাসিমুখে সুস্মিতার দিকে তাকিয়ে সৃজিত বলেন, "সুস্মিতা কী বলবে তুমি?" সুস্মিতাও বেশ হাসির ছলে উত্তর দেন। বলেন, "আমি আর কি বলব, আমরা দু’জনে খুব ভাল বন্ধু, কয়েকদিনের মধ্যে খুব কাছের বন্ধু হয়ে গেছি। এরপর যারা যা কিছু বলছেন বা লিখছেন তা নিয়ে আমি কিছু বলতে চাই না।"পরিচালকের কথায়, "এই সময় দাঁড়িয়ে একটা সেলফিকে কেন্দ্র করে এত কথা বলা হচ্ছে আমি তো ভেবেই অবাক হচ্ছি, আমরা এই সময়ের ছবি বানাচ্ছি, তা নিয়ে কথা বলছি সেখানে একটা ছবির জন্য এত কথা, এর চেয়ে বেশি কিছু বলার নেই।" অন্যদিকে, স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে সৃজিতের সম্পর্ক নিয়ে নানা জনের নানা মত। তবে মিথিলার সঙ্গে বহুদিন দেখা যায় না সৃজিতকে। বাংলাদেশে প্রায় আলাদাই থাকেন মিথিলা। এর আগে তাঁদের বিচ্ছেদের কথাও শোনা গেছিল। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি সৃজিত বা মিথিলা কেউই।