বিভিন্ন বেসরকারি চ্যানেল গুলি মহালয়ার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে । অনেক চ্যানেলের মহালয়া শুটিংয়ে ইতিমধ্যেই শেষ । এখন চলছে শুটিংয়ের পরবর্তী বিভিন্ন কার্যকলাপ। কিন্তু জি বাংলায় এখন জোর কদমে চলছে মহালয়ার শুটিং । জি বাংলায় এই বছর মহিষাসুরমর্দিনী হিসেবে ধরা হবেন অভিনেত্রী ইধিকা পাল। মহালয়ার এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন আপনাদের পছন্দের বিভিন্ন ধারাবাহিকের নায়িকাদের।
সেই নায়িকাদের মাঝেই আপনাদের সকলের প্রিয় কুসুম ধরা দেবে দেবীর এক অন্যরূপে। এই প্রথমবার মহালয়ার ভোরে জি বাংলায় পর্দায় অভিনেত্রী তানিস্কা তিওয়ারি অর্থাৎ কুসুমকে দেখা যাবে দেবী গন্ধেশ্বরী রূপে। অসাধারণ সাজে তিনি ধরা দেবেন জি বাংলার পর্দায়। তার অভিনয় গুণে এবং সরলতায় ইতিমধ্যেই জনতার মন জয় করে নিয়েছেন তানিস্কা। এবার দেখার পালা দেবী গন্ধেশ্বরী রূপে তানিস্কা দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারে।