"কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত", কেমন চলছে জিৎ এর নতুন সিনেমার প্রস্তুতি?


১৫ ই আগস্ট এর দিন সুপারস্টার জিৎ নিজের প্রোফাইলে শেয়ার করলেন তার আসন্ন সিনেমার প্রস্তুতি পর্ব। বিপ্লবী অনন্ত সিংহের আদর্শে অনুপ্রাণিত নতুন এক বাংলা সিনেমা, আর সেখানেই অভিনয় করবেন অভিনেতা জিৎ। ইতিমধ্যেই সেই প্রস্তুতি পর্বই তুঙ্গে। 


লাঠিখেলা থেকে শুরু করে লড়াই সব কিছুর মহড়া চলছে শুটিং শুরুর ঠিক আগে। ফাইট মাস্টারদের সাথে সমান তালে মহড়া চলছে তার। লুক সেটেও দেখা গিয়েছে অভিনবত্ব। এক অন্যরূপে ধরা দেবেন জিৎ।এই প্রথমবার সুপারস্টার জিৎ কে দেখা যাবে এক অন্যরূপে। তাকে এইরূপে দেখবার জন্য আপনি কতটা উৎসাহিত তা জানাতে ভুলবেন না।

Post a Comment

Previous Post Next Post