১৫ ই আগস্ট এর দিন সুপারস্টার জিৎ নিজের প্রোফাইলে শেয়ার করলেন তার আসন্ন সিনেমার প্রস্তুতি পর্ব। বিপ্লবী অনন্ত সিংহের আদর্শে অনুপ্রাণিত নতুন এক বাংলা সিনেমা, আর সেখানেই অভিনয় করবেন অভিনেতা জিৎ। ইতিমধ্যেই সেই প্রস্তুতি পর্বই তুঙ্গে।
"কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত", কেমন চলছে জিৎ এর নতুন সিনেমার প্রস্তুতি?
byTollywood Focus Kolkata
-
0