অবশেষে আজ অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন অফিশিয়ালি মুক্তি পেল রঘু ডাকাতের টিজার । এর আগে এক ঝলকে দেবের রঘু ডাকাতের রূপ দেখে উৎসাহিত ছিলেন তার অনুরাগীরা । অবশেষে পূর্ণ মূর্তিতে ধরা দিলেন দেব অর্থাৎ রঘু ডাকাত।
সেখানে শুধু দেব নন তার সঙ্গে দেখা গিয়েছে টলিউডের নামকরা বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের। অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার , ইধিকা পাল , রূপা গাঙ্গুলী ও ওম সাহানী এক ঝলকেই এই মন কেড়েছে অনুরাগীদের। টিজারের প্রতিটি অংশ মানুষের মন জয় করে নিয়েছে। মানুষের এই উচ্ছ্বাস দেখে বোঝাই যাচ্ছে ধুমকেতু ঝড়ের পর, এবার পুজোয় আসতে চলেছে রঘু ডাকাতের সুনামি ।