গতকাল ভিটামিন এম এন্টারটেইনমেন্ট তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই মনামীকে প্রতিবারের মতো এক অভিনব রূপে দেখা গিয়েছিল। কিন্তু সেই সাজে ছিল এক নতুন চমক। এই প্রথম নীল আলতায় সেজেছিলেন মনামী। কিন্তু কেন?
সর্বদাই মনামী নতুন নতুন সাজে দর্শকের কাছে ধরা দেন। তার প্রতিটা সাজ হয়ে ওঠে স্টাইল স্টেটমেন্ট। তবে গতকাল তাকে সাদা শাড়ি , হালকা গয়না ও তার সঙ্গে হাতে নীল আলতায় অপরূপ সুন্দরী লাগছিল। তবে এই সাজ শুধুমাত্র শখে নয়। এর পিছনে রয়েছে এক বিশেষ কারণ। ভিটামিন এম এন্টারটেইনমেন্টের তরফ থেকে আসতে চলেছে দর্শকদের জন্য নতুন কোন চমক। তারই ইঙ্গিত স্বরূপ এটা ছিল একটি আভাস। সামনে নতুন কিছু চমক অপেক্ষা করে রয়েছে দর্শকদের জন্য। কিন্তু কি সেই চমক সেটার জন্য অপেক্ষা করতে হবে আর কিছুদিন।