১৫ ই আগস্ট ছিল জমজমাট, কিন্তু কেন ?



গত ১৫ ই আগস্ট ২০২৫ দক্ষিণ কলকাতার ব্যস্ততম ও জনপ্রিয় মল অ্যাক্রোপলিস মল এ অনুষ্ঠিত হয়েছিল স্বাধীনতা দিবস উপলক্ষে একটা গ্রান্ড প্রোগ্রাম..সেখানে ভারতের পতাকা উত্তোলন থেকে শুরু করে প্যারেড এবং উপস্থিত ছিলো গৌরব চক্রবর্তী, রিশব বসু ও অর্ণ মুখোপাধ্যায় এর মতো অভিনেতারা ছিলো গ্রান্ড কিছু কোরিয়োগ্রাপি ,ডান্স ও সঙ্গীতের জমজমাটি এক অনুষ্ঠান .. সব মিলিয়ে ওইদিন স্বাধীনতা দিবসের দিন যারা অ্যাক্রোপলিস মল ভিজিট করেছিলেন তারা দারুণ কিছু মুহূর্তের সাক্ষী ছিলেন। সঙ্গে চলেছিল সারলাক্ষ হোমসের চুটিয়ে প্রমোশন। সবকিছু মিলিয়ে মিশিয়ে ছিল এক জমজমাট অনুষ্ঠানের ডালি।



Post a Comment

Previous Post Next Post