মাকে হারালেন রূপা গাঙ্গুলী।

 

যেদিন গুলির রঘু ডাকাতের টিজারে এক বিশেষ চরিত্রে ধরা দিলেন রূপা গাঙ্গুলী। সেই খুশির দিনেই তিনি মাতৃহারা হলেন । খুশির মাঝেই যেন এক কালো মেঘের ঘনঘটা তাকে ছেড়ে ধরল । স্বাধীনতা দিবসের গভীর রাতে পোস্ট করে এই খবর দিয়ে তিনি লিখেছিলেন,"মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে।" দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়ছিলেন রূপা গাঙ্গুলীর মা যুথিকা গঙ্গোপাধ্যায়। ভর্তিও ছিলেন এক হাসপাতালে। তবে শেষরক্ষা আর হল না, শুক্রবারই শেষ হল তাঁর লড়াই। অভিনেতা ভাস্বর চ্যাটার্জী শোক প্রকাশ করে সমাজমাধ্যমের পাতায় নিজের মনের কথা তুলে ধরলেন।



Post a Comment

Previous Post Next Post