মাত্র তিন মাসেই যাত্রায় ইতি বুলেট সরোজিনীর ।

আজকের যুগে দাড়িয়ে টিআরপি ঠিক করে একটি ধারাবাহিক কতদিন মাঠে টিকে থাকবে । টিআরপির কারণেই প্রতিটা কলাকুশলী জীবনে নেমে এসেছে অনিশ্চয়তার অন্ধকার । সেই কারণেই খুব কম দিনেই  ইতি পড়েছে বহু সিরিয়ালের। আবারো সেই কারণেই  তিন মাসেই শেষ হয়ে গেল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'বুলেট সরোজিনী'। 

কারণ হিসেবে উঠে আসছে মূলত টিআরপি। প্রথমদিন থেকেই ধারাবাহিকটি উল্লেখযোগ্য ফল করতে পারেনি। নতুন নতুন চমক আনলেও দর্শকের মনে জায়গা করতে পারেনি এই ধারাবাহিক। বহু চেষ্টার পরে শেষ পর্যন্ত হাল ছাড়তে হলো ধারাবাহিকটিকে। শেষ দিনের শুটিং করে ফেলল ধারাবাহিকের সদস্যরা। সেই কারণেই মন ভারাক্রান্ত সকল কলাকুশলির ও সঙ্গে বহু দর্শকেরও।

Post a Comment

Previous Post Next Post