এই গল্প সমাজের একই পটভূমিকায় থাকা দুই বোনের জীবন দর্শনের পার্থক্যের কথা তুলে ধরে। দিদি নিশা আর বোন উজি , দুজনের বেড়ে ওঠা কষ্টের হলেও নিশা চায় ব্যাংকের একাউন্টে থাকুক তার কোটি টাকা, তার সে যেমন ভাবেই উপার্জিত হোক। আর উজি চায় সৎপথে শিক্ষিত হয়ে সমাজের একজন হয়ে উঠতে। গরিব বড়লোকের চিরকালীন দ্বন্দ্ব দেখতে দেখতে নিশার শিশু মন ছেলেবেলা থেকেই বড়লোক দের ঘৃণা করতে শিখিয়েছে। কিন্তু তার এই ভাবনায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াই উজী ।দিদির অন্ধকার পৃথিবীতে আলোর সন্ধান দিতে চায় সে। উজি বিশ্বাস করে মেহনতী মানুষের একমাত্র অস্ত্র সততা । দুই বোনের এই নীতিগত পার্থক্য কেমন প্রভাব ফেলবে এই দুই বোনের আগামীতে ? এই গল্প জানতে দেখতে হবে জি বাংলায ...