আজকের সময়ে দাড়িয়ে টিআরপি একটি ধারাবাহিককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অতিব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেকারণেই চ্যানেলের মধ্যে চলে টিআরপি যুদ্ধ। এগিয়ে থাকার জন্য সারা সপ্তাহ ধরে গল্পে আসে নানা ঝলক। পূর্বে টিআরপির জন্য বহু সিরিয়াল দুই তিন মাসের মধ্যেই বন্ধ হয়ে যেতে দেখা গিয়েছে। ফলস্বরূপ প্রমাণ হয়ে গিয়েছে যে, দিনশেষে টিআরপিই কথা বলে।
আজকের দিনে দর্শকের কাছে অপশন বেশি। সেই কারণে দর্শকের মন জয় করা একটা কঠিন কাজ। সেই সকল কিছু অতিক্রম করে ১২ বারের মতো বেঙ্গল টপার পরশুরাম । দর্শকদের জন্য নানা ধরনের গল্পের উপস্থাপনা করে চলেছে ব্লুজ। ব্লুজের প্রতিটা গল্পই দর্শকদের মন জয় করেছে।এবার দেখা যাক পরশুরাম কতদিন এই সেরার শিরোপা নিজ মস্তকে ধারণ করে রাখতে পারে। এই ধারাবাহিকতা বজায় রাখতে পরশুরামে আসতে চলেছে নতুন বিভিন্ন চমক।