অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত সিনেমা রঘু ডাকাতের প্রি-টিজার। দেবকে রঘু ডাকাতের বেশে দেখবে বলে প্রথম থেকেই দর্শকদের মনে উৎসাহ ছিল তুঙ্গে। এবার এই প্রি-টিজারে দেবের রঘু ডাকাতের বেশে সম্পূর্ণ লুকটি মুক্তি পেল।
এই প্রি-টিজারটি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে তোলপাড়। এই ছবিটি মুক্তি পাবে এই বছর পূজোতে। তার আগে থেকেই দেবের ফ্যানেরা উত্তেজিত। পুজোর আগে "ধুমকেতু" এবং পুজোতে "রঘু ডাকাত" অর্থাৎ বোঝাই যাচ্ছে পুজোর আগে থেকে পুজোর পরে পর্যন্ত রেশটা থাকবে শুধু দেবেরই।