'এতটা আধুনিক হইনি, বাবা বা ছেলেকে স্যানিটারি ন্যাপকিন কিনতে দেব' - মমতা শঙ্কর

এই মন্তব্যে বিতর্কের ঝড় তুঙ্গে। মমতা শঙ্করের নানা কথাতে বিভিন্ন সময় চারিদিকে তৈরি হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। আবারো একটি সাক্ষাৎকারে একটি মন্তব্যে সোশ্যাল মিডিয়া জুড়ে উঠেছে সমালোচনা। তিনি বলছেন, আমি এতটা আধুনিক হতে পারিনি যে, আমার ছেলেকে ওরকম কিছু একটা কিনতে পাঠাবো, বা আমার বাবাকে আমি কিনতে দেব। হ্যাঁ, আমার স্বামীকে দিয়ে আমি কেনাতে পারি"।এই কথা কে ঘিরে নেটিজেনরা হয়েছেন ক্ষিপ্ত। 

অভিনেত্রীর প্রশ্ন, "স্যানিটারি ন্যাপকিন তো প্রয়োজনীয় দ্রব্য। সেটা তো মানুষ কিনবেন। এতদিন এর বিজ্ঞাপন অন্যভাবে দেখানো হত। কিন্তু এখন লাল রঙ দেওয়া হয়। নাহলে কি জিনিসটা বিক্রি হবে না?"মানুষ কি দিনে দিনে বোকা হচ্ছে? আমরা কি অসভ্য হচ্ছি? আমরা এগোচ্ছি না পিছিয়ে যাচ্ছি?এই বিজ্ঞাপন দেখে লজ্জাবোধ করেন অভিনেত্রী। মমতা শঙ্করের কথায়, "আমার লজ্জা করে। আমি টিভি দেখছি, সেখানে এই অ্যাড চলছে, আর তার মাঝে কেউ এসে গেলে আমার লজ্জা করে। একজন লিখেছেন, "স্যানিটারি ন্যাপকিন যদি লজ্জার বিষয় হয় তাহলে তো সন্তান প্রসব করাও লজ্জার! বলছি কাকি (সবাইকে কাকিমা বলি না) আপনি পুরুষ ডাক্তারের কাছে যাবেন না কিন্তু! আর স্যানিটারি ন্যাপকিন বাড়িতে বানিয়ে নেবেন"।

Post a Comment

Previous Post Next Post