এবারে নতুন গানে অন্বেষা। মুক্তি পেল শিল্পী অন্বেষার নতুন গান "গামন কা তু মারহাম"। রোমান্টিক হিন্দি গানের মিউজিক ডিরেক্টর হিসাবে রয়েছেন রজত ঘোষ। গানটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরের বাইরে। গানটির লিরিক লিখেছেন মিউজিক ডিরেক্টর রজত ঘোষ নিজেই। এর আগে শিল্পী অন্বেষার নানান গানে শ্রোতাদের মন কেড়েছেন তিনি। তবে এবারে এই নতুন হিন্দি গানে শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন শিল্পী অন্বেষা দত্ত গুপ্তা।
মিউজিক ডিরেক্টর রজত ঘোষ জানান "এই গানে পুরোপুরি আলাদা ভাবে দর্শকদের মনে জায়গা করে নেবে অন্বেষা। আমার সাথে অন্বেষার এই কাজটা খুব কাছের কাজ। মুক্তির পর থেকে দর্শকদের থেকে দারুন ভালোবাসা পাচ্ছি আমরা। আশা করছি আরো ভালোবাসা পাবো আমরা"।গানটি মুক্তি পেয়েছে "মুভি এন্ড মিউজিক" প্রোডাকশন এর ব্যানারে।শিল্পী অন্বেষা দত্ত গুপ্তা জানান "এই গানটা আমার কাছে খুব স্পেশাল। এর আগে বহু গান আমি গেয়েছি, কিন্তু রজত ঘোষের মিউজিক পরিচালনায় এই গান শ্রোতাদের আলাদা স্বাদের একটা গান উপহার দিয়েছে। দারুন লাগছে এমন একটা টিমের সাথে কাজ করে"।