১৮ ই জুলাই মুক্তি পেল বহু প্রতীক্ষিত সিনেমা "ডিয়ার মা"। এই সিনেমার ট্রেইলার দেখার পর থেকেই মানুষের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। জয়া আহসান কে বারবার বড় পর্দায় দেখা গিয়েছে বিভিন্ন রূপে। আবারো তিনি বড় পর্দায় অবতীর্ণ হয়েছিলেন এক অভিনব চরিত্রের মধ্যে দিয়ে। ১৮ই জুলাই শহরের এক নামকরা মাল্টিপ্লেক্সে হয়ে গেল এই সিনেমার প্রিমিয়ার।
এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমার সকল কলাকুশলীগণ। শুধু এখানেই শেষ নয় এছাড়াও টলিউডের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরাও দেখতে এসেছিলেন এই সিনেমা। জয়া আহসান এসেছিলেন নিজের মায়ের হাত ধরেই এই সিনেমাটি উপভোগ করতে। মা তার মেয়ে প্রশংসায় হয়েছিলেন পঞ্চমুখ। এছাড়াও টলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা তাদের মায়ের হাত ধরে এসেছিলেন এই সিনেমাটি দেখবার জন্য। সকলেই যথেষ্ট আশাবাদী এই সিনেমাটা নিয়ে । এইবার দর্শকের পালা এই সিনেমাটি দেখে তাদের প্রতিক্রিয়া জানানোর।