অভিনেত্রী সৌমি রায় চৌধুরীর এবার ঠাঁই হল হোমে ।

বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী সৌমী ধর চৌধুরীর নানা ভিডিও ও তার মানসিক অবস্থা নিয়ে চারিদিকে যথেষ্ট লেখালেখি হচ্ছে। উদভ্রান্তের মতো রাস্তায় ঘুরছেন স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রী, আপাতত তার ঠাঁই হল হোমে। ছেঁড়া-ময়লা পোশাক পরে এক তরুণী ইংরেজিতে নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন। কৌতূহল বাড়ে জটলায় থাকা লোকজনের। তরুণীর পরিচয় জানতে চান। তরুণী নিজেই জানান, তিনি অভিনেত্রী। প্রথমে বিশ্বাস হয়নি কারও। 

পরে ইন্টারনেট ঘাঁটতেই সকলেই থ! কয়েকবছর আগেও টেলিভিশনের পর্দায় জনপ্রিয় বাংলা সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। বাংলা সিরিয়ালে পরিচিত মুখ সৌমী ধর চৌধুরী। স্টার জলসার ‘তুমি আশে পাশে থাকলে’ ধারাবাহিকের ‘রাঙা কাম্মা’ চরিত্রে অভিনয় করতেন। সৌমী জানিয়েছেন, তিনি বোলপুরে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি বর্ধমানে এসেছেন। কলকাতার বেহালায় তাঁর বাড়ি রয়েছে। বাড়িতে কে কে রয়েছে সেই বিষয়ে স্পষ্ট কিছু তিনি জানাতে চাননি। অভিনেত্রী বলেন, “সবই ভাগ্যের ফের। সব মানুষকে এই চক্রের মধ্যে দিয়ে যেতে হয়।”

Post a Comment

Previous Post Next Post