১৪ই আগস্ট মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। সেখানে একটি ছোটো কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিত।অভিনেতাকে প্রশ্ন করা হয়, এত বছর পরেও ছবিটা দেখার জন্য দর্শকমহলে যে উন্মাদনা, বাংলা ছবি দেখার জন্য যে উচ্ছ্বাস সেটা নিয়ে তিনি কি বলতে চান? তিনি অকপটভাবে জানান,"দেবের সময়টা খুব ভালো, সেখানে আমার ধারণা যেটা সেই অর্থে জিৎ একটু পিছিয়ে পড়েছে। জিৎ বহুদিন বড় হিট দিতে পারেনি, ও কিছুটা পিছিয়ে গিয়েছে।
কিন্তু সেখানে দেব কিন্তু অনেকটা এগিয়ে আছে। সেই জায়গা থেকে এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ হবে এই জন্যই, এখানে দেবকে আরও সৃষ্টিশীল, আরও পরিণত দেখতে পাবে দর্শক। দেব ক্রমাগত নিজের অভিনয়শৈলী উন্নত করছে, গল্প বেছে নিচ্ছে বুদ্ধিমত্তার সঙ্গে।"তিনি আক্ষেপের সুরে বলেন,"এই ছবিটা যদি এখন তৈরি হত, তাহলে হয়ত আরও শক্তিশালী হত। কারণ এখনকার প্রযুক্তি এবং কলাকুশলীদের কাজ আরও নিখুঁত। তবে ৯ বছর আগেই আমরা দুর্দান্ত পরিশ্রম করে এই ছবি বানিয়েছিলাম। কিন্তু সেটাই যেটা করেছে সেটা দুর্ধর্ষ লেগেছে আমার। বরফের মধ্যে দাঁত কাঁপানো শুটিং ভোলার নয়! দেব মেইনস্ট্রিম ও ভালো সিনেমার ব্যালান্স করে। একদিকে পারিবারিক, অন্যদিকে অ্যাকশনধর্মী ছবি দুটোই টানছে দর্শককে। 'খাদান' তো দারুণ সাফল্য পেয়েছে। এবার 'ধূমকেতু'ও সুপারহিট হবে বলেই বিশ্বাস।"
এছাড়াও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর অভিনয় নিয়ে প্রশংসা করতেও দেখা যায় অভিনেতাকে। তিনি জানান, "শুভশ্রী এখন অভিনয়ের দিক থেকে অনেকটা পারদর্শী,পরিণত হয়ে উঠেছে। পাশাপাশি দেবও হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সময়ে সেটার সঙ্গে এই ছবিটার অভিনয় নিয়ে দর্শক তুলনা করবেন।"দর্শকমহলে দেব-শুভশ্রী জুটিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। এই জুটি নিয়ে অভিনেতা স্পষ্ট জানান, "এই জুটির ম্যাজিক তো রয়েই গেছে। যদি এই ছবি হিট হয়, আমার আশা শুভশ্রী-দেব আবার ছবি করবে। ইন্ডাস্ট্রির স্বার্থে এই জুটি ফের একসঙ্গে কাজ করুক।"