দ্বিতীয়বার মা হতে চলেছেন মধুবনী??

 

“আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না”,বেবিবাম্পের ছবি দিয়েও রাখলেন রহস্য!কিসের ইঙ্গিত দিলেন তারকা দম্পতি। তবে কি ফের মা হচ্ছেন মধুবনী?সম্প্রতি টেলি অভিনেত্রী মধুবনী গোস্বামী তাঁর স্বামী অভিনেতা রাজা গোস্বামীর সাথে বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এনেছেন সমাজমাধ্যমে। তবে কি দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী? সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিলেন তিনি। রাজার সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়েছেন তিনি। 

ছবিতে দেখা গিয়েছে বেবিবাম্প নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মধুবনী। আর তার মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছে রাজাকে হাতের মুদ্রার মাধ্যমে দুই সংখ্যাটা বোঝাতে দেখা যায়। তাই ছবি দেখে অনেকেই বলতে শুরু করেছেন নায়িকা অন্তঃসত্ত্বা।তাহলে কি তাঁদের জীবনে নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে? এপ্রসঙ্গ যদিও এখনও রহস্যের মোড়কে লুকিয়ে রেখে নিজেই উস্কে দিয়েছেন জল্পনা। 

সম্প্রতি সমাজমাধ্যমে তাঁদের বেবিবাম্পের সেই ছবি পোস্ট করে লিখেছেন “আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না… একদমই না… আগামীকাল আমরা একটা ঘোষণা করব… একটা ভিডিওর মাধ্যমে… বিষয়টা পুরোপুরি অপরিকল্পিত ছিল… সত্যি বলতে, আমরাও এখনও ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না…আগামীকালকের দিনটাই বেছে নিয়েছি…  তোমাদের আনুষ্ঠানিকভাবে জানানোর।”তাঁদের এই ছবি দেখে সকলেই মনে করছেন, তাঁদের কোল আলো করে দ্বিতীয়বারের মতো আসতে চলেছে এক নতুন সদস্য। প্রসঙ্গত, তাঁদের একটি বছর চারেকের পুত্র সন্তানও রয়েছে।সকলের জল্পনা উস্কে দিয়ে যদিও কোনো কিছুই খোলসা করেননি এখনও অভিনেত্রী।তাঁর অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন তাঁর সুখবরটি জানার জন্য। বহু অনুরাগীরা ইতিমধ্যেই তাঁকে শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন। 

আবার কেউ কেউ মনে করছেন তিনি হয়ত সন্তানধারণ করেছেন কিন্তু তা একেবারে স্পষ্টত না বলে, জল্পনা উস্কে দিয়ে, তিনি কেবলই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকে মনোযোগ আকর্ষণ করতে চাইছেন সকলের।

Post a Comment

Previous Post Next Post