ঢাকে কাটি পড়ে গিয়েছে, মা আসছে আর কিছুদিন পরেই । কুমোর যেমন এক মেটে দুই মেটে করে ধীরে ধীরে তৈরি করছেন মায়ের মৃন্ময়ী প্রতিমা। তেমনভাবেই বাংলার চ্যানেল গুলোও মহালয়ার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। প্রতিবারই এই মহালয়ার অনুষ্ঠানকে ঘিরে স্টার জলসা ও জি বাংলার মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই । এইবারে স্টার জলসার প্রভাতী অনুষ্ঠানে কোয়েল মল্লিক অবতীর্ণ হতে চলেছেন দুর্গা রূপে। কিন্তু প্রতিপক্ষ চ্যানেল কাকে দুর্গা হিসেবে উপস্থাপনা করবে, সেই নিয়ে দর্শকমহলে চর্চা তুঙ্গে। তবে বাংলার কিশোরী ও তিতলির নাম কিন্তু শোনা যাচ্ছে টলি পাড়ায় । কারণ শুভশ্রী ও ইধিকার জনপ্রিয়তা এই মুহূর্তে তুঙ্গে।
তাই ইতিমধ্যেই জি বাংলার দুর্গা হিসেবে নাম উঠে এসেছে ইধিকা পাল ও শুভশ্রী গাঙ্গুলীর । তবে ইধিকা পালের সঙ্গে যোগাযোগ করলেও তিনি এই বিষয়ে মুখ খোলেননি। সম্ভবত ইধিকা পাল থাকতে পারেন এই বছর জি বাংলার মহালয়াতে বিশেষ কোনো দেবীর চরিত্রে। তবে মহিষাসুরমর্দিনী হিসেবে নাম উঠে আসছে শুভশ্রী গাঙ্গুলীর। এর আগেও বহুবার জি বাংলার পর্দায় তাকে দেখা গিয়েছে মহিষাসুরমর্দিনী রূপে। ২০২৫ সালেও কি আবার মহিষাসুরমর্দিনী রূপে ধরা দেবেন শুভশ্রী? সবই সময়ের অপেক্ষা। কিন্তু শুভশ্রী গাঙ্গুলিরই জি বাংলা তে মহিষাসুরমর্দিনী রূপে অবতীর্ণ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।