পুজো হাতে গোনা আর কয়েকটা দিন । বাঙালি রয়েছে এখন উৎসবের মেজাজে । পুজো আর মহালয়া দুটি একে অপরের পরিপূরক । মহালয়ার প্রস্তুতিতে মেতে উঠেছে বাংলা নামকরা চ্যানেল গুলিও । স্টার জলসাতে ইতিমধ্যেই লুক টেস্ট সম্পন্ন হয়ে গিয়েছে । স্টার জলসাতে কোয়েল মল্লিক চতুর্থ বারের মতো ২০২৫ সালের মহালয়ার ভোরে আবারো মহিষমর্দিনী রূপে ধরা দিতে চলেছেন। কোয়েল মল্লিকের সমস্ত মহালয়ার কাজ মিলিয়ে সপ্তমবারের মতন মহিষাসুরমর্দ্দিনী রূপে পর্দায় ধরা দেবেন টলি কুইন কোয়েল মল্লিক।
মহালয়া উপলক্ষে স্টার জলসার আসন্ন বিশেষ প্রভাতী অনুষ্ঠান "মাতৃরূপেণ সংস্থিতা"-তে মহিষাসুরমর্দ্দিনী রূপে দেখা যাবে টলি কুইন কোয়েল মল্লিককে। এই নিয়ে স্টার জলসার পর্দায় চতুর্থবারের মতো, এবং একটানা তৃতীয়বারের মতো এই ভুমিকায় অবতীর্ণ হতে চলেছেন টলি কুইন। সাথে জানা গেছে,দেবাদিদেব মহাদেবের ভূমিকায় দেখা যাবে আমাদের "পরশুরাম" ইন্দ্রজিৎ বোসকে। এছাড়াও দেবীর ভিন্নরূপে দেখা যাবে জলসার ধারাবাহিকের বিভিন্ন অভিনেত্রীদের দেখা যাবে। ইতিমধ্যেই নাম উঠে এসেছে কথা ( সুস্মিতা) , গীতা (হিয়া), তটিনি (তৃণা) ও সুধার ( সোনামণি) । চ্যানেলের বিভিন্ন হিরোইনদের বেছে নেওয়া হবে দেবীর বিভিন্ন রূপে। রাজনন্দিনীও থাকতে পারেন দেবীর এক বিশেষ রূপে। এছাড়াও নৃত্য পরিবেশনায় থাকবেন বিভিন্ন অভিনেত্রীরা ।
Tags
Television news