লক্ষ্মীর প্রবেশ "গৃহপ্রবেশের" বক্স অফিসে ...

 


১৩ ই জুন মুক্তি পেয়েছিল "গৃহপ্রবেশ" । এই চলচ্চিত্রটি মূলত ঋতুপর্ণ ঘোষকে সম্মান জানানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এই সিনেমাটিতে দেখা গিয়েছে ঋতুপর্ণ ঘোষের শিল্পের ছোঁয়া। এখানে একটি মেয়ের একাকিত্বের গল্প ফুটে উঠেছে। এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলী। এই সিনেমাটিতে অভিনয় করে দর্শকদের থেকে বিপুল পরিমাণে ভালোবাসা অর্জন করেছেন তিনি। দর্শকদের মুখে একটাই কথা, "এ যেন এক অন্য শুভশ্রী"। শুধু শুভশ্রী গাঙ্গুলীই নন । সকল কলাকুশলীই মানুষের থেকে বিপুলসংখ্যক প্রশংসা কুড়িয়েছে। 




দর্শকদের ভালোবাসাতে প্রতিটা প্রেক্ষাগৃহে জনতার প্রবেশ ভালোমতোই দেখা যাচ্ছে । এবং প্রায় প্রতিদিনই বেশিরভাগ প্রেক্ষাগৃহ হাউসফুল হচ্ছে। দর্শকদের ভালোবাসায় মাত্র তেইশ দিনে ১ কোটি ৪২ লক্ষ টাকা বক্স অফিসে এসেছে। এর থেকেই বোঝা যাচ্ছে মানুষ ঠিক কতটা পরিমাণে ভালোবাসা দিচ্ছে "গৃহপ্রবেশকে"। সিনেমাটির শেষে প্রতিটা মানুষই অভিনয় এবং এই সিনেমা শিল্পকলার প্রশংসায় পঞ্চমুখ। এখনো পর্যন্ত প্রেক্ষাগৃহে যথেষ্ট পরিমাণে ভালোবাসা কুড়োচ্ছে "গৃহপ্রবেশ"। এবার দেখবার পালা "গৃহপ্রবেশ" বক্স অফিসে আরো কতটা লক্ষ্মী শ্রী বৃদ্ধি করতে পারে।

Post a Comment

Previous Post Next Post