অভিজিৎ সেনের পরিচালনায় এবার আসতে চলেছে "প্রজাপতি ২"। "প্রজাপতি" তে বিপুল পরিমাণে ভালোবাসা পাওয়ার কারণে এবার আসতে চলেছে "প্রজাপতি ২"। গতকাল থেকে তারই শুটিং শুরু হয়ে গিয়েছে বিদেশের মাটিতে।
দেবের একটার পর একটা হিট সিনেমার পর। এবার আসতে চলেছে "প্রজাপতি ২"। এই সিনেমাতেও দেবের বাবার চরিত্রে থাকছেন মিঠুন চক্রবর্তী। কিন্তু এবার দেখার পালা গল্পের মোর কোন দিকে যায়। "প্রজাপতির" সিকুয়েল আসতে চলেছে? নাকি এটি হতে চলেছে আলাদা স্বাদের কোন গল্প? সবই সময়ের অপেক্ষা। কিন্তু এই "প্রজাপতি ২" নিয়ে ৮ থেকে ৮০ সকলেরই উচ্ছ্বাস আকাশ ছোঁয়া।
Tags
Bengali Movie News