রাসের সফলতায় "রাস" উৎসব...

 


গত ৬ই জুন মুক্তি পেয়েছিল "রাস"। এই গল্প এক সাধারন একান্নবর্তী পরিবারের এক হয়ে থাকার গল্প। এই গল্পে মিশে রয়েছে মাটির গন্ধ,পুরনো দিনের সেই পরিবারের ঐতিহ্য। সেই স্বাদ আস্বাদন করবার জন্যই দর্শকরা গত ৩০ দিন ধরে "রাসকে" প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছে। পরিচালকের মুখ থেকে এও শোনা গিয়েছে যে, প্রবাসী বাঙালিরাও "রাস" সিনেমাটি দেখবার ইচ্ছা প্রকাশ করছে। আট থেকে আশি সব বয়সের মানুষেরা প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছে  এই সিনেমাটি দেখবার জন্য। 



গত ৩০ দিন ধরে সগৌরবে এই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে চলবার কারণে। গত ৫ জুলাই শহরের এক নামকরা নাইট ক্লাবে একটি গেট টুগেদারের আয়োজন করা হয়েছিল প্রোডাকশন হাউসের তরফ থেকে। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক সহ "রাস" সিনেমার সকল কলাকুশলীগণ। সেখানে বিভিন্ন সাক্ষাৎকারে তারা জানান। এই গেট টুগেদারটি শুধুমাত্র সফলতার জন্য নয়, এই গেট টুগেদার মানুষের সাথে মানুষের সামনাসামনি আড্ডা দেওয়ার জন্যেও। "রাস" সিনেমার বার্তায় হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের শিকড় কে আরো মজবুত করা। এই প্রচেষ্টাই ছিল গতকালের এই গেট টুগেদার। নাচে গানে মেতে উঠেছিলেন সকল কলাকুশলীগণ । তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এবার দেখা যাক পরবর্তী দিনগুলোতে "রাস" প্রেক্ষাগৃহে মানুষের কতটা মন জয় করতে পারে এবং এই রাস উৎসবে কত মানুষ এসে সামিল হয়।

Post a Comment

Previous Post Next Post