সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী রূপালী ভট্টাচার্য...

গতকাল অর্থাৎ ১২ ই জুলাই সাত পাকে বাঁধা পড়লেন রুপালি ভট্টাচার্য । যিনি কিনা এই মুহূর্তে আনন্দি ধারাবাহীকে কাজ করছেন। শহরের এক নামকরা জায়গায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। লাল বেনারসি এবং গা ভরা সোনার গয়নায় খুবই মিষ্টি লাগছিল অভিনেত্রীর রূপালীকে। একেবারে বাঙালি সাজে সেজে উঠেছিলেন তিনি। 


তার স্বামী অন্য পেশায় কর্মরত। বহুদিনের প্রেম পরিণতি পেল এই বিবাহ বন্ধনের দ্বারা। সিরিয়াল জগত ও টলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীগণ উপস্থিত ছিলেন তার বিবাহ অনুষ্ঠানে। সেখানে তাদের দেখা গিয়েছে চুটিয়ে আনন্দ করতে। বিবাহ অনুষ্ঠানে ছিল নানা বাঙালি পদের সম্ভার । সকলের একটাই প্রার্থনা যাতে সুখে থাকে এই নব দম্পতি। 

Post a Comment

Previous Post Next Post