কেন গেরুয়া বসনে দেবলীনা!!

 কেশবিহীন গেরুয়া বস্ত্রে কেন এই সাজ দেবলীনার? নিশ্চয়ই আপনার মনেও জাগছে এই প্রশ্ন। দেখে মনে হচ্ছে যেন শুরু হচ্ছে ব্রহ্মচর্য জীবন। গলায় তুলসির মালা স্নিগ্ধ ভাব ভঙ্গিমা এ যেন অচেনা দেবলীনা। 



না আপাতত ব্রহ্মচর্য জীবন পালন করছেন না দেবলিনা। এই সাজ ছিল ডান্স বাংলা ডান্সের একটি স্টেজ পারফরমেন্সের জন্য। সেখানেই তাকে পারফরমেন্সের জন্য এমন সাজে সেজে উঠতে দেখা গিয়েছিল। তারই ছবি নিজের সোশ্যাল মিডিয়া ফিডে পোস্ট করেছেন দেবলীনা। এই ছবিতেই দর্শকদের ভালবাসার কমেন্ট উঠছে পড়ছে দেবলিনার জন্য। সকলেই এই সাজ দেখে প্রশংসায় পঞ্চমুখ ।


Post a Comment

Previous Post Next Post