'রায়বাঘিনী ভবশঙ্করী',মুখ্য ভূমিকায় শুভশ্রী

'দেবী চৌধুরানী'র পর এবার ষোলো শতকের বাংলার এক সাহসিনী মহারানির কাহিনি নিয়ে নতুন ছবি তৈরির প্রস্তুতি নিচ্ছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। ছবির নাম 'রায়বাঘিনী ভবশঙ্করী', যেখানে ইতিহাসনির্ভর এই নারীকেন্দ্রিক ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।

ইতিমধ্যেই প্রি-প্রোডাকশনের কাজ শুরু হলেও, বাকি কাস্টিং নিয়ে চলছিল জোর জল্পনা। ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর, এই পিরিয়ড ড্রামায় দুই গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্রে দেখা যেতে পারে আবির চট্টোপাধ্যায় ও জীতু কামালকে। গুঞ্জন অনুযায়ী, জীতু ধরা দেবেন পাঠান শাসক ওসমান খান লোহানির চরিত্রে, যিনি ভবশঙ্করীর জীবনের অন্যতম প্রধান প্রতিপক্ষ। অপরদিকে, ভবশঙ্করীর স্বামী মহারাজা রুদ্রনারায়ণ রায়মুখুটির ভূমিকায় দেখা যেতে পারে আবিরকে।চমক এখানেই শেষ নয়। সম্ভাব্য কাস্টে আছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, কৌশিক সেন এবং টলিউড সুপারস্টার জিৎ, যিনি সম্রাট আকবরের চরিত্রে অভিনয় করতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও পরিচালক শুভ্রজিৎ মিত্র এই সমস্ত গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন,"আমি আপাতত দেবী চৌধুরানী নিয়ে ব্যস্ত।"

ভবশঙ্করী ছিলেন এক ব্রাহ্মণ জমিদার পরিবারের কন্যা, যিনি তীরন্দাজি, অসিখেলা, ঘোড়সওয়ারিতে ছিলেন অসাধারণ। তাঁর বীরত্বেই বাংলা মুক্তি পেয়েছিল বহিরাগতদের আক্রমণ থেকে। সম্রাট আকবর স্বয়ং তাঁকে 'রায়বাঘিনী' উপাধিতে ভূষিত করেছিলেন। শুভ্রজিৎ জানালেন, দেবী চৌধুরানী নিয়ে গবেষণার সময়ই ভবশঙ্করীর কাহিনির সন্ধান পান তিনি এবং এখান থেকেই তৈরি হয় 'ক্যুইনস অব বেঙ্গল' ট্রিলজির দ্বিতীয় অধ্যায়। এই সিনেমার মাধ্যমে আবারও বাংলার পর্দায় উঠে আসতে চলেছে এক নারীর অপ্রতিরোধ্য লড়াই ও রাজ্য রক্ষার অনন্য ইতিহাস।




Post a Comment

Previous Post Next Post