গতকাল অর্থাৎ ৪ তারিখে শহরের এক নাম করা মাল্টিপ্লেক্সে হয়ে গেল "ম্যাডাম সেনগুপ্ত" সিনেমার প্রিমিয়ার। "ম্যাডাম সেনগুপ্ত" একটি থ্রিলার ধর্মী গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই গল্পে দেখানো হবে একটি মায়ের লড়াই । এই সিনেমার প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সহ সিনেমার সকল কলাকুশলীগণ। এখানেই শেষ নয়, ইন্ডাস্ট্রির অন্যান্য বিভিন্ন পরিচিত মুখেরাও উপস্থিত ছিলেন এই প্রিমিয়ারে।
"পুরাতন" সফলতা পাওয়ার পর এই সিনেমাটা নিয়েও সকলে যথেষ্ট আশাবাদী। সিনেমার পরিচালক প্রযোজক সহ সকল কলাকুশলীরা মনে করছে এই সিনেমাটি প্রচুর পরিমাণে সফলতা পেতে চলেছে। এমনকি ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছেন, পুরাতন কে মানুষ যেই ভাবে ভালোবাসা দিয়েছেন । আশা করছি এইটা সিনেমাকেও দর্শক সমানভাবে ভালোবাসা দেবে। টলিউডের একের পর এক বাংলা সিনেমা যথেষ্ট জনপ্রিয়তা লাভ করছে এবং বক্স অফিসে হচ্ছে লক্ষী লাভ। এবার দেখার দেখার পালা "ম্যাডাম সেনগুপ্ত" বক্স অফিসে ঠিক কতটা সফলতা পায়।