কালীপুজোয় বড় পর্দায় কি মুক্তি পাবে "বামাক্ষ্যাপা"?

পরিচালক সায়ন্তন ঘোষালের পরিচালনায় মুক্তি পেতে চলেছে  "বামাক্ষ্যাপা" । সাধক বামাক্ষ্যাপার চরিত্রে থাকছেন সব্যসাচী চৌধুরী। এবং মা তারা চরিত্র থাকছেন পায়েল দে । কিন্তু সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পরে ।জোর গুঞ্জন, পরিচালকের ছবিমুক্তি নাকি পিছিয়ে যাচ্ছে বিশেষ কারণে! কালীপুজোর দিন নাও মুক্তি পেতে পারে এই সিনেমা। 



  বিস্মিত সায়ন্তন বলেছেন, “কে বলেছে আমার ছবি পিছোবে? কেনই বা পিছোবে? আমি কিছুই জানি না!” তাঁর দাবি, সবটাই ভুয়ো। মিথ্যে রটনা ছড়ানো হয়েছে। নির্দিষ্ট তারিখ মেনে জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম দিকে শুটিং শুরু হবে। শুটিং হবে বোলপুরে, সেট তৈরি করে। তারই প্রস্তুতি চলছে জোর কদমে । কালী পূজার দিনেই মুক্তি পেতে চলেছে এই সিনেমা।

Post a Comment

Previous Post Next Post