কৌশানী কি সত্যিই থাকছেন "রক্তবীজ ২" তে?

"রক্তবীজ" সিনেমাটি সফলতা পাওয়ার পর এইবার দর্শকদের জন্য আসছে "রক্তবীজ ২"। শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় রয়েছেন পরিচালনার দায়িত্বে। আমরা তো আগেই জানতে পেরেছিলাম এই সিনেমাটিতে থাকবেন মিমি চক্রবর্তী ,আবীর চ্যাটার্জি ও অঙ্কুশ হাজরা। কিন্তু শোনা যাচ্ছিল এই সিনেমাতে থাকছেন কৌশানি মুখার্জিও । সেই জল্পনারই সমাপ্তি ঘটলো আজ। 

"রক্তবীজ ২" এর একটি মোশন পোস্টারে দেখা গেল কৌশানি মুখার্জিকে। তার চরিত্রের নাম আয়েশা। এবার দেখার পালা কৌশানি নিজেকে এই চরিত্রের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারে । এবং অন্য চরিত্র গুলোর মত দর্শকদের মন কতটা জয় করে নিতে পারে । কিন্তু এই চরিত্রটা ঠিক কি? এবং এর মধ্যে ঠিক কি লুকিয়ে রয়েছে ? অবশ্য সেটা দেখবার জন্য দেখতে হবে "রক্তবীজ ২"।

Post a Comment

Previous Post Next Post