অন্তিম সপ্তাহে কি ঘটবে রাই এবং অনির্বাণের জীবনে ?


 

রাই এবং অনির্বাণের সম্পর্কের কালো মেঘ বারবার অন্ধকার করেছে তাদের জীবনকে । বহু ওঠা নামা তাদের জীবনকে বারবার করেছে বিধ্বস্ত । কখনো অবিশ্বাস আবার কখনো চক্রান্তে শিকার হয়েছে রাই। অনির্বাণের ব্যবহার রাইকে ভেঙে চুরমার করে দিয়েছে বারবার । আবার কখনো রাই এবং অনির্বাণের মধ্যে চলছে মান অভিমানের পর্ব । কি হবে শেষ সপ্তাহে এসে ? মনের মিল কি  হবে রাই ও অনির্বানের?


 রাইয়ের মনের মেঘ কী কাটবে ? অনির্বাণের আচরণে ধসে যাওয়া রাই  আবার জীবনের দিকে তাকিয়ে কী আবার ঘুরে দাঁড়াবে? কেমন হবে নীলু ক্রান্তির আগামী? শেষ পর্যন্ত কি হবে সেটাই দেখার। জীবনের ঝড় গুলো থেমে কি দেখা যাবে রামধনুর রং। সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শেষ সাতটা পর্বে। দেখুন মিঠিঝোরা ৭-১৩ ই জুলাই রাত ১১টায় ।

Post a Comment

Previous Post Next Post