আসছে ধুমকেতুর প্রথম গান "গানে গানে"....

দেব শুভশ্রীর অনুরাগীদের জন্য শুভ খবর। অবশেষে আসছে ধুমকেতু প্রথম গান। সেই খবর আগেই আমরা জানিয়েছি । কিন্তু এবার সেই গানেরই টিজার পোস্ট করলেন অভিনেতা দেব। গানটির দুই এক লাইন শোনাও গেল সেই টিজারে ।  গানটির নাম "গানে গানে"। 



গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল এবং রচনায় অনুপম রায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে দর্শকদের জন্য এক অন্যতম সুন্দর গান উপস্থাপনা করতে চলেছে ধুমকেতু। এই টিজারে দেখা গিয়েছে আগের সেই দেব শুভশ্রীকে। গানটির কমেন্টে অনুরাগীদের ভালোবাসার কমতি নেই। এবার দেখা যাক এই গানটি দর্শকদের কাছে কতটা জনপ্রিয় হয়ে ওঠে। এক একটি গান এবং টিজারের জনপ্রিয়তার মাধ্যমে বোঝা যাবে সিনেমা হলে ধুমকেতু ঠিক কত জোরালো বিস্ফোরণ করতে চলেছে ।

Post a Comment

Previous Post Next Post